মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥ জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে মৌলভীবাজারে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রাজজ কোর্টের সামনা থেকে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রাজজ আল মাহমুদ ফায়জুল করিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রেসক্লাব মোড় নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে সমাপ্ত হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রাজজ আল মাহমুদ ফায়জুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোঃ সোলমান, মৌলভীবাজার  জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. রমা কান্ত দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এড. বদরুল হোসেন, জেলা ও দায়রাজজ আদালত পিপি এড. রাধাপদ দেব সজল, জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এড. এ.এস.এম. আজাদুর রহমান, সহকারী কৌঁসুলি এড. মোঃ আব্দুল খালিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্পেশাল পিপি এড. নিখিল রঞ্জন দাশ, সিনিয়র প্যানেল আইনজীবী মোঃ মুজিবুর রহমান।
মূল প্রবন্ধ পাঠ করেন জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানু। ক্রেস্ট প্রদান পর্বে সেরা প্যানেল আইনজীবী মহিলা ক্যাটাগরিতে সুরাইয়া খাতুন এবং পুরুষ ক্যাটাগরিতে শাহ ফখরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রাজজ আল মাহমুদ ফায়জুল করিম, জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) মোঃ সোলমান, মৌলভীবাজার  জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. রমা কান্ত দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এড. বদরুল হোসেন, জেলা ও দায়রাজজ আদালত পিপি এড. রাধাপদ দেব সজল, সহকারী কৌঁসুলি এড. মোঃ আব্দুল খালিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্পেশাল পিপি এড. নিখিল রঞ্জন দাশকে ক্রেস্ট প্রদান করা হয়।



0Shares