প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেল স্টেশনে ছেলেকে নিয়ে প্ল্যাটফর্মে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলেন এক মহিলা। কিছুক্ষণ পর ট্রেন এসে স্টেশনে থামতেই তড়িঘড়ি করে উঠলেও সাথে থাকা ছেলেটি উঠতে পারেনি। পরে ছেলের জন্য চলন্ত ট্রেন থেকে ঝাপদিয়ে আহত ঐ মহিলা। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ট্রেন থেকে পড়ে গুরুতর আহত শারমিন আক্তার মিতু (৩৫) বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব আহসান জানান, ‘শনিবার সন্ধ্যায় ভানুগাছ থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই। ট্রেনের দরজায় দাঁড়িয়ে যখন নিজের বাবা-মায়ের দিকে তাকিয়ে আছি, তখন দেখি একটা ছেলে নিচ থেকে ট্রেনে উঠতে অনেক চেষ্টা করে। ওইসময় তার মা দৌঁড়াতে দৌঁড়াতে ছেলে কোথায় বলে ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, আহত নারীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি হাত, পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech