বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

বড়লেখায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫

ডায়ালসিলেট ডেস্ক :: বড়লেখায় নিয়ন্ত্রণ হারিয়ে ষ্ট্রীট লাইটের সাথে দ্রুত বেগে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সরকারী গাড়ি। এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. এমরান হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস ও গাড়ী চালক সোহরাব হোসেন গুরুতর আহত হয়েছেন।
রোববার মৌলভীবাজার জেলা সদরে সিভিল সার্জনের কার্যালয়ে পূর্বনির্ধারিত সভায় অংশ নিতে যাওয়ার সময় সকাল সাড়ে ন’টার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দক্ষিণভাগের সফরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, রোববার সকালে মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ে অফিসিয়াল সভায় যোগদানের জন্য বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাস ও স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়িযোগে রওয়ানা দেন। গাড়িটি বড়লেখা-মৌলভীবাজার সড়কের দক্ষিণভাগ সফরপুর এলাকায় পৌঁছামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের স্ট্রিটলাইটের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে সড়কের পাশের জমিতে গিয়ে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসসহ পাঁচজন আহত হন।

0Shares