মৌলভীবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

মৌলভীবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

  ডায়ালসিলেট ডেস্ক :: মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ এপ্রিল) শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন ও জেলা শিল্পী সংস্থার উপদেষ্টা সাহাব উদ্দিন আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা  অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সুশিপ্তা দাশ। শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ জেলার ৬টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক ও কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে শহরে একটি র‍্যালি বের হয়।

নৃত্য দিবসের অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নির্দেশিত ‘মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক কর্মসূচি পালিত হয়। পরিবেশন করা হয় আবৃত্তি, সঙ্গীত, নৃত্য। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবৃত্তি বিভাগের প্রশিক্ষক সুশিপ্তা দাশ।

0Shares