প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক : সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলেও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তির্পূণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩।
রোববার ৩০ এপ্রিল সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত উপজেলায় মোট ৫টি কেন্দ্রের ৮টি ভেন্যুতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছেন।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজ, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (কারিগরি), শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা। ভেন্যুগুলো হলো উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, দি বাড্স রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ভীমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন জানান-এ বছর উপজেলার ৫ টি কেন্দ্রে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার ৪১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম দিনের অনুপস্থিত পরীক্ষার্থী মোট কতজন তা জানা সম্ভব হয়নি।
এদিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech