মৌলভীবাজারে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

মৌলভীবাজারে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজারে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৮টা হতে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ জাহিদ হোসেন পনির ও উপসচিব সেলিম খান’র যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দীক, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমূখ। প্রশিক্ষণে জেলার ডিজিটাল ভূমি সেবার তথ্য চিত্র উপস্থাপন, স্মার্ট ভূমি ব্যবস্থাপনার লক্ষ্য ও করনীয়, ই-নামজারি বাস্তবায়নে কারিগরি সমস্যা ও সমাধান, হাতে কলমে এলডি ট্যাক্স সিস্টেমের সমস্যা ও সমাধান ও পরিশেষে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটিাল ভূমি সেবা বাস্তবায়ন’র বিষয়ে পরামর্শ’র উপর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ