মৌলভীবাজারে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

মৌলভীবাজারে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ মে) সকাল ১১টায় শহরে একটি বর্ণাঢ্য র্যািলি বের হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্ম বিনতে সালাম, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, সদর উপজেলা নির্বাহি অফিসার মো. শরীফ উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল।

0Shares