রাজনগর থানার অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জুয়ারি আটক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

রাজনগর থানার অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জুয়ারি আটক

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জন জুয়ারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (২২ মে) রাত ১.৪৫ ঘটিকায় রাজনগর থানার এসআই সুলেমান আহমদ, এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই উবায়েদ আহমদসহ রাজনগর থানার একটি বিশেষ টিম রাজনগর থানাধীন ০৪ নং পাঁচগাঁও ইউপিস্থ আমিরপুর গ্রামে জনৈক ছালিক মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জুয়ারিদের আটক করেন।

আটককৃতরা হলেন ১। বদরুল মিয়া(৫০), পিতা- জগলু মিয়া, ২। অলিউর রহমান(২২), পিতা- বুনাই মিয়া, উভয় সাং-রক্তা, ৩। সাজাদ মিয়া(৩৬), পিতা- মুক্তার আলী, ৪।মোফাজ্জল হোসেন ইয়ামিন(২৬), পিতা-মনিজিল মিয়া,  উভয় সাং- খালদার, ৫। শাহ আলম(৩০), পিতা- মৃত মজনু মিয়া, ৬। রিপন মিয়া(৪০), পিতা- মৃত ছকির উদ্দিন, ৭। আফাং মিয়া(২৮),  পিতা- ফরাজ মিয়া, ৮। এমন মিয়া(৩২), পিতা- কেনান মিয়া, ৯। আছিদ মিয়া(৩৮), পিতা- মুক্তার আলী, সর্বসাং- আমিরপুর, ১০। বিলাল মিয়া(৫০), পিতা- মৃত ইউসুফ মিয়া, সাং- জালালপুর, ১১। দুলাল মিয়া(৩৪), পিতা-উকিল আলী, সাং- পেটুগাঁও, ১২। আবাছ মিয়া(৩২), পিতা- মৃত বাদশা মিয়া, সাং-সারমপুর, সর্বথানা-রাজনগর, জেলা- মৌলভীবাজার।

আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬টি তাস এবং নগদ ২৯১০/- টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ১২ জন এবং পলাতক ০১ জনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ