কমলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

কমলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ডায়াল সিলেট ডেস্ক :  রাজশাহী জেলা বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ। সোমবার বিকাল ৫টায় পৌরসভা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ