কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহত 

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩

কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহত 

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন এর গোলের হাওরে এলাকার এর চৌমুহনীতে সোমবার (২২ মে) দুপুর ১টায় সেনাবাহিনীতে কর্মরত মো. সাইফুর রহমান নামে মুসলিম মনিপুরী সম্প্রদায়ের এক যুবক মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। সে উপজেলার গোলের হাওয় গ্রামের মো. আং সোবহান এর ছেলে। জানা যায়, দুপুরে সাইফুর রহমান ও তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেল যোগে গোলের হাওরস্থ বাড়ীতে যাচ্ছিলেন। চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি মোটরসাইকেল কে ধক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াফাই লাইনের খুঁটির সাথে মোটরসাইকেল এর ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুত্ব আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সড়ক র্দূঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ