মৌলভীবাজারে যুবলীগের শান্তি সমাবেশ

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

মৌলভীবাজারে যুবলীগের শান্তি সমাবেশ

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারে কেন্দ্রীয় যুবলীগে নির্দেশে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। কেন্দ্রীয় নির্দেশ মেনে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ সমাবেশ করে মৌলভীবাজার যুবলীগ।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ মে) বিকেলে শহরের সেন্ট্রাল রোড থেকে থেকে একটি মিছিল বের হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাবেক সাংগঠিনক সম্পাদক শেখ রুমেল আহমদ, সাবেক সাংগঠিনক সম্পাদক অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ সৈকত।

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

যুবলীগ নেতৃবৃন্দ বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে মৌলভীবাজার যুবলীগ। সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে প্রতিরোধে মাঠে আছে মৌলভীবাজার যুবলীগ।

0Shares