শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ডায়াল সিলেট ডেস্ক : রাজশাহী জেলা বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ।

সোমবার ২২ মে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চৌমুহনায় এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক তোয়াজ্জল হোসেন ফয়েজের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক  ভানুলাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মতলিব, আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা মৎস্য জীবীলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমীন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ