মৌলভীবাজারে পূজা পরিষদের সদর ও পৌর কমিটি গঠন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

মৌলভীবাজারে পূজা পরিষদের সদর ও পৌর কমিটি গঠন

ডায়াল সিলেট ডেস্ক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার সদর উপজেলা এবং পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাতে জেলা কমিটির নেতারা এ কমিটি ঘোষণা দেন।

মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে জানান, সদর উপজেলায় সুমেষ দাশ যীশুকে আহ্বায়ক ও শ্যামল কান্তি দাশকে সদস্য সচিব সহ ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। অপরদিকে মৌলভীবাজার পৌরসভায় শ্রীকান্ত সূত্রধরকে আহ্বায়ক ও অমিত রায়কে সদস্য সচিব সহ ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ বলেন, আগামী ৯০ দিনের দিনের মধ্যে সদর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে সম্মেলন করে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ