৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ডায়াল সিলেট ডেস্ক : “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ বৃহষ্পতিবার (২৫ মে) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুইদিনব্যাপী (২৪-২৫ মে) ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ এর পুরষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এ সময় তিনি বলেন, বিদ্যুৎ ও পানি ব্যবহারে আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে।তাছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক আরো বলেন,বিজ্ঞানের বিষ্ময়কর এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো জনসাধারন ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার,সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী প্রোগ্রামিং সেশন ও প্রোগ্রামিং কনটেষ্ট অনুষ্ঠিত হয়েছে।সেশনটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
পরে ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন অতিথিরা।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ