প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, মাধবকুণ্ড শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থানও। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী ও শিব চতর্দশীতে এখানে হাজার-হাজার ভক্তরা সমাগম ঘটে। মাধবকুণ্ডের মাধবেশ্বর মন্দিরের ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্ববাসীর কাছে মাধবেশ্বর মন্দিরের ঐতিহ্য তুলে ধরতে হবে।
তিনি গতকাল শুক্রবার (২৬ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবস্থিত ‘মাধবকুণ্ড উন্নয়ন ও পরিচালনা কমিটির’ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বেলা সাড়ে ১১টার দিকে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় মাধবেশ্বর মন্দির চত্বরে সম্মেলন শুরু হয়। মাধবকুণ্ড উন্নয়ন ও পরিচালনা কমিটির আহ্বায়ক সুকুমার দেবনাথের সভাপতিত্বে প্রথম অধিবেশনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত পাল, মাধবকুণ্ড উন্নয়ন ও পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনুকুল দেব প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সুব্রত পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে বড়লেখার তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের নাম ঘোষণা করা হয়। কিছু দিনের মধ্যেই ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech