কুলাউড়ায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩

কুলাউড়ায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

ডায়াল সিলেট ডেস্ক : কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসারের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিল্লাল হোসেন, পিআইও মোঃ শিমুল আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার। এছাড়াও শিশু বক্তা মিথিলা, বানিক, মানতাসা ও নৌরিন প্রমুখ।
সভাশেষে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ১৬ জন শিশু প্রতিযোগিদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ