প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নায়ক হবার মঞ্চ প্রস্তুত ছিল মোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা-দুজনের সামনেই। শেষ পর্যন্ত বিজয়ী হলেন জাদেজা। জাদেজার রোমাঞ্চকর ফিনিশিংয়ে গুজরাট টাইটান্সকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম আইপিএল জিতল চেন্নাই সুপার কিংস।
ফাইনালের প্রথম ইনিংস শেষেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তারপরও গুজরাটের দেওয়া ২১৫ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নামে চেন্নাই। ইনিংসের প্রথম ওভার বোলিং করতে আসেন মোহাম্মদ শামি। প্রথম দুই বলে কোনো রান না পেলেও তৃতীয় বলে চার মারেন রুতুরাজ গায়কোয়াড। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। বাংলাদেশ সময় তখন রাত ১০টা ২০ মিনিট।
১০টা ২০ মিনিটে সেই যে বৃষ্টি শুরু, তা যেন থামতেই চাইছিল না। একই সঙ্গে ক্রিকবাজ,ক্রিকইনফো কয়েক মিনিট পরপর মাঠের অবস্থার আপডেট দিতে থাকে। বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১২টা ৪০ মিনিটে শুরু হয় খেলা। বৃষ্টি আইনে চেন্নাইয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের লক্ষ্য।
চেন্নাইয়ের ১৫ ওভারের ইনিংসে পাওয়ার প্লে হয় ৪ ওভার। ১৭১ এর নতুন লক্ষ্য গায়কোয়াড, ডেভন কনওয়েকে বেশ ভয়ংকর করে তুলেছিল। পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে গুজরাটের বোলারদের বেধড়ক পেটাতে থাকেন গায়কোয়াড-কনওয়ে। কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারেই চেন্নাই করে ৫২ রান।
গায়কোয়াড-কনওয়ের বিধ্বংসী উদ্বোধনী জুটি ভেঙেছেন নুর আহমাদ। সপ্তম ওভারের তৃতীয় বলে গায়কোয়াডকে ফিরিয়ে ৩৯ বলে ৭৪ রানের জুটি ভাঙেন নুর। ১৬ বলে ২৬ রান করেছেন গায়কোয়াড। একই ওভারের শেষ বলে কনওয়েকে ফেরান নুর। ২৫ বলে ৪৭ রান করেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনার।
নুরের জোড়া আঘাতে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ৭ ওভারে ২ উইকেটে ৭৮ রান। তাও যেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে থামাতে পারছিল না। আজিঙ্কা রাহানে, শিবম দুবে হয়ে ওঠেন আরও ভয়ংকর। ১৩ বলে ২৭ রানের ছোট ক্যামিও ইনিংস খেলেন রাহানে। চেন্নাইয়ের এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মোহিত শর্মা।
সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়েছে রোমাঞ্চ৷ শেষ ২০ বলে যখন ৫০ রান দরকার, তখন রশিদ খানকে টানা দুটি ছক্কা মারেন দুবে। এরপর ১৩তম ওভারের প্রথম তিন বলে মোহিতকে ৬,৪,৪ মেরে সমীকরণ অনেকটা সহজ করে আনেন আম্বাতি রাইদু। পরক্ষণেই আবার ঘুরে দাড়ান মোহিত। চতুর্থ, পঞ্চম বলে তুলে নেন রাইদু, ধোনির উইকেট।
শেষ ওভারে জয়ের জন্য যখন ১৩ রান দরকার, তখন বোলিংয়ে আসেন মোহিত। প্রথম চার বলে দিয়েছেন মাত্র তিন রান। শেষ দুই বলে ১০ রানের সমীকরণ মিলিয়েছেন রবীন্দ্র জাদেজা। পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা ও চার মেরে চেন্নাইকে এনে দেন পঞ্চম আইপিএল শিরোপা। আইপিএলে সর্বোচ্চ পাঁচ শিরোপার রেকর্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ডে ভাগ বসাল চেন্নাই সুপার কিংস।
এর আগে প্রথমে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় গুজরাট। চেন্নাইয়ের ক্যাচ মিস, মিস ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে গুজরাট। ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুদর্শন।চেন্নাইয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন মাথিসা পাথিরানা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech