কুলাউড়ায় বিএসটিআই’র অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

কুলাউড়ায় বিএসটিআই’র অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার এই অভিযান চালায় তারা। এসময় ৬টি প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধকৃত স্ক্রীন ক্রিম বাজারজাত করার অপরাধে তাহমিদ তানজিলা গিফট সেন্টার, তারেক তানিম ডিপার্টমেন্টাল স্টোর, ফাহিম এন্ড পপি ডিপার্টমেন্টাল স্টোর, কুলাউড়া গিফট সেন্টার এবং আনোয়ার গিফট কর্নারে আলাদাভাবে প্রত্যেককে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা ক্রিম ধ্বংস করা হয়।
এছাড়া মাধবকুণ্ড ড্রিংকিং ওয়াটারে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেজট ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করার অপরাধে ১৫ হাজার এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এসময় বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন এবং রাইসুল ইসলাম প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ