বড়লেখা উপজেলা কৃষকলীগের কমিটি অনুমোদন

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

বড়লেখা উপজেলা কৃষকলীগের কমিটি অনুমোদন

ডায়াল সিলেট ডেস্ক : বড়লেখা উপজেলা কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা কৃষকলীগ। এতে আব্দুল লতিফকে সভাপতি, ইকবাল হোসেন স্বপনকে সাধারণ সম্পাদক, মাহফুজুল করিম, খালেদ আহমদ ও ফৈয়াজ আলীকে সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলমকে অর্থ সম্পাদক, মুর্শেদুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষকলীগের সভাপতি জমশেদ মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী। কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি আব্দুল হক, সোনাহর আলী, এম সামছুল হক, রমজান আলী ও নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দে, আব্দুল হামিদ ও মুহিবুর রহমান মিলাদ, আইন বিষয়ক সম্পাদক সুনাম উদ্দিন, দপ্তর সম্পাদক শাহীন আহমদ খান, অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক জালাল আহমদ আশিক, সমবায় বিষয়ক সম্পাদক মারুফ আহমদ বটল, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক সত্যেন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক দুলু পাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি সিরাজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য রহিমা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক কাজল আহমদ।

0Shares