ভাটেরা জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

ভাটেরা জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডায়াল সিলেট ডেস্ক :  ভাটেরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ ১লা জুন শুক্রবার হাসপাতাল ভবনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সচিব মিকাইল শিপার। আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান কানাডার রোটারী ক্লাব অব টরেন্টো ডেনফোর্থের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১১ জন চিকিৎসক প্রায় সাত শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করেন। গরীব রোগীদের মাঝে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকার ওষুধ বিতরণ করা হয়।
রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আহমদ আল আমীনের তত্ত্বাবধানে মেডিকেল টিমে ছিলেন ডাঃ বজলুর রহমান, ডাঃ কাজী আরিফ বিল্লাহ, ডাঃ সারোয়ার হোসেন, ডাঃ জাকওয়ান রাদী, ডাঃ আবু সাঈদ, ডাঃ মুহাম্মদ মিসবাহ উদ্দিন, ডাঃ আশফাক আহমদ, ডা. তানভীর আহমেদ এবং ডাঃ মোঃ আলিমুদ্দিন।

উল্লেখ্য, আগামী ৯ জুন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।  বিজ্ঞপ্তি

0Shares