ঢাকা ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শ্রীমঙ্গলে গ্রামীণ রক্ষনাবেক্ষন ‘টিআর’ কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরণ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ শ্রীমঙ্গলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত গ্রামীণ রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় চলতি অর্থ বছরে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুকুলে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জুন) সকালে শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির বাসভবনে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি প্রমূখ।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের ২৭ জন মহিলা ইউপি সদস্য’র মাঝে টিআরের ২৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।