প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসার ভেতর থেকে ২টি গন্ধগোকুল ও পৃথক দুই স্থান থেকে ২টি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে লোকালয় থেকে উদ্ধার করা বন্যপ্রাণীদের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়। রোববার ৪ জুন শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার রোডস্থ ভান্ডারী মঞ্জিল নামক বাসার ভেতর একটি মুরগি ও তার বাচ্চা নিয়ে ঘুরাফেরা করছিল। এসময় একটি অজগর সাপ মুরগিটিকে ধরে ঘাড় মুচড়ে দেয়। মুরগির ডাক শোনে বাসার লোকজন ঘর থেকে বেরিয়ে এসে অজগর সাপটিকে দেখতে পেয়ে খবর দেওয়া হয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।এদিকে শনিবার ৩ জুন রাত ১১টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলাবাগ আবাসিক এলাকায় একটি বাসার ভিতর দু’টি গন্ধগোকুল দেখতে পেয়ে বাসিন্দারা আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে গন্ধগোকুল দুটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। এদিন রাতের দিকে শহরতলীর উত্তর ভাড়াউড়াস্থ কাকলি মাঠের পাশে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগর সাপটিকে উদ্ধার করা হয়। পরে দুটি গন্ধগোকুল ও একটি অজগর সাপকে বনবিভাগকে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তীব্র গরমের কারণে ও বনে বন্যপ্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়ায় বন থেকে প্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসছে। গত মাসে বেশ কয়েকটি বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech