প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : বড়লেখায় শিক্ষা, নির্বাচন অফিস সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত কর্মকর্তা পদায়ন ও সাম্প্রতির ভূমির খাজনা পরিশোধে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সোমবার ৫ জুন দুপুরে তিনি বড়লেখা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মৌলভীবাজারে যোগদানের পর বড়লেখায় প্রথম তিনি এই মতবিনিময় সভা করেছেন।
ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ জাহেদ আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।
বিভাগীয় সমস্যা তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech