লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া ২ পর্যটককে উদ্ধার করল বন বিভাগ ও পুলিশ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

লাউয়াছড়ায় হারিয়ে যাওয়া ২ পর্যটককে উদ্ধার করল বন বিভাগ ও পুলিশ

ডায়াল সিলেট ডেস্ক :  লাউয়াছড়া জাতীয় উদ্যানে পথ হারিয়ে গভীর বনে চলে যাওয়া দুই শিক্ষার্থীকে (পর্যটক) উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ।

সোমবার (৫ জুন) বিকেলে পর্যটক দুজন গভীর বনে চলে যায়। পরে তারা ৯৯৯ নম্বরে কল করায় প্রায় ৩ ঘণ্টার অভিযান শেষে রাত ৯টার দিকে গভীর বন থেকে তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ ও থানা পুলিশের সদস্যরা।

পর্যটকদের উদ্ধারের বিষয়টি সোমবার রাতে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন, ঢাকার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান শুনোক্কি (২৬)।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দুজন পর্যটক শিক্ষার্থী লাউয়াছড়ার গহীন বনে চলে যায়। তারা পথ হারিয়ে ফিরতে না পেরে ৯৯৯ নম্বরে কল করে। পরে বনবিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের সদস্যরা বনের ভেতরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন।

0Shares