সবুজ আন্দোলনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

সবুজ আন্দোলনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ডায়াল সিলেট ডেস্ক : “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যে আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে সবুজ আন্দোলন মৌলভীবাজার শাখার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সোমবার ৫ জুন দুপুরে সবুজ আন্দোলন মৌলভীবাজার শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহীনা আক্তারের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহীনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বকসী ইকবাল আহমদ, নজরুল ইসলাম মুহিব, সবুজ আন্দোলন মৌলভীবাজার শাখার সভাপতি ছালেহ আহমদ সেলিম ও সদস্য সচিব দুরুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিতালী দাস।

বক্তারা বৈশ্বিক উষ্ণতার ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ^ গড়তে প্রত্যেককে গাছ লাগানো উপর গুরুত্বারোপ করেন।

0Shares