মৌলভীবাজারে মাদক রোধে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩

মৌলভীবাজারে মাদক রোধে সচেতনতামূলক কর্মশালা

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। কর্মশালায় জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে আগত যুবক-যুবতীরা অংশ নেন। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকরোধ বিরোধী কর্মকান্ডে বিপথগামীতায় যাতে যুবক-যুবতীরা জড়িয়ে না পড়ে কর্মশালায় এর উপর গুরুত্ব দেয়া হয়।

0Shares