জুড়ীতে সাবেক ছাত্রদের ভালোবাসায় সিক্ত বিদায়ী ৩ শিক্ষক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩

জুড়ীতে সাবেক ছাত্রদের ভালোবাসায় সিক্ত বিদায়ী ৩ শিক্ষক

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষককে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অরবিন্দ চন্দ্র শীল, সহকারী শিক্ষক বেণু ভূষণ গোস্বামী ও নাজমা সুলতানা’র অবসর উপলক্ষ্যে এ সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীণ সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী’র সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম-এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সংবর্ধিত প্রধান শিক্ষক অরবিন্দ চন্দ্র শীল ও সহকারী শিক্ষক নাজমা সুলতানা, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন সূত্রধর, ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন- আয়োজক প্রধান জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ. আর সাজেদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল কাইয়ূম, ব্যবসায়ী আবুল কালাম গেদু, বিএনপি নেতা আব্দুল মালিক বটই, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো: বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, আয়োজকদের মধ্যে এমরান আহমেদ, হাসান চৌধুরী, মিনহাজ চৌধুরী, সালমান হোসেন সুমন, জাহিদ হাসান এমিল, আব্দুল আজিজ রুহেদ, পাবেল সাহান, আসিফ আহমেদ, কারিম আহমেদ, শিপলু আহমেদ, আকেদ আহমেদ, স্বাধীন আহমেদ, মুরাদ আহমেদ, রিপন আহমেদ প্রমুখ।

0Shares