মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

মনজু বিজয় চৌধুরী॥  বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা শাখার আওয়ামী লীগ।
বৃহস্পতিবার ৮ জুন দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে শেষ হয় । পরে অনুষ্ঠিত শান্তি সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল,অজয় সেন, সাইফুর রহমান বাবুল,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি এম এ রহিম শহিদ( সিআইপি), জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0Shares