পালিয়ে আসা তিন রোহিঙ্গা নারী কমলগঞ্জে আটক

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩

পালিয়ে আসা তিন রোহিঙ্গা নারী কমলগঞ্জে আটক

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তিন রোহিঙ্গা নারীকে আটক করে শুক্রবার দুপুরে থানায় সোপর্দ করেছে। আটককৃত রোহিঙ্গা নারীরা হলেন, মিনারা বেগম (২০), স্বামী- সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, বøক-সি১, ফরমিনা বেগম (২০), পিতা- ইকবাল আহমেদ, ক্যাম্প-৫, বøক-বি-১, হামিমা বেগম (২০), পিতা- নূর আলম, ক্যাম্প-১৪, বøক-বি-৩। পুলিশ ও স্থানীরা জানান, কক্সবাজার উখিয়া ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ৩ জন নারী ও ৪ জন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসে। শুক্রবার সকাল ১০টায় ৪ জন পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের চা বাগানের ১৪ নং সেকশন দিয়ে কাটা তার অতিক্রম করলেও ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়। কমলগঞ্জ থানার এসআই মহাদের বাচাড় জানান, বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর ৪ জন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করলে ঐ রোহিঙ্গা নারীরা আর ভারতে প্রবেশ করেনি। পরে ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয় তারা।  কক্সবাজার উখিয়া ১৪ ও ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ