প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩
দৃক পিকচার লাইব্রেরি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৩’ এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে পুরষ্কার প্রদান ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে রাজনীতি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিলেটের ফটোসাংবাদিক মামুন হোসেন। শুক্রবার সন্ধ্যায় বিজয়ী মামুন হোসেন পুরষ্কার গ্রহন করেন।
মামুন হোসেন সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক কাজিরবাজার এ নিজস্ব আলোকচিত্রী হিসেবে কর্মরত আছেন।
রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজিত এ প্রদর্শনীতে ২য় বার্ষিক বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতার বিজয়ী ও নির্বাচিত আলোকচিত্রসমূহ স্থান পেয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবির। দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীর কিউরেটর এএসএম রেজাউর রহমান। অনুষ্ঠানে বিচারকমন্ডলীর পক্ষ থেকে রাশেদ জামান তার অভিজ্ঞতা তুলে ধরেন।
১ হাজার ৫০০ এর বেশি আলোকচিত্রের মধ্য থেকে ৭জন আলোকচিত্রীর কাজকে এ বছরের প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। এবারে বর্ষসেরা আলোকচিত্র ২০২২ বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাক এর ফটোসাংবাদিক আব্দুল গনি। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে একজন বিজয়ী ও একজন বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন।
তিনটি বিভাগের বিজয়ীরা হলেন যথাক্রমে-রাজনীতি বিভাগে দৈনিক কাজির বাজার এর মামুন হোসেন আর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম। শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগে ডেইলি গ্লোবাল নেশনের মো. শামছুল হক সুজা, আর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ইউএনবি’র আবু সুফিয়ান জুয়েল। জনমুখী সাংবাদিকতা বিভাগে বিপিএস এর সরদার মোহাম্মদ রাফিউল ইসলাম আর বিশেষ সম্মাননা পুরস্কার রাফায়েত হক খান।
এ বছর আয়োজকদের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশি আদিবাসী সম্প্রদায় ও বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের আলোকচিত্রীদের জন্য ‘ফটোজার্নালিসম ইন দ্যা মারজিনস’ শীর্ষক একটি বিশেষ অনুদান কর্মসূচির ওপর ভিত্তি করে আদিবাসী সম্প্রদায় থেকে এই বছর অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির আলোকচিত্রী পদ্মিনী চাকমা। তিনি অনুদান হিসেবে পাবেন ৫০ হাজার টাকা। আর রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রো আবদুল্লাহ। দৃকের পক্ষ থেকে একটি মেন্টরশিপ কর্মসূচির মধ্য দিয়ে আলোকচিত্রী রো আব্দুল্লাহকে ছবি ও গল্প বলার দক্ষতা বিকাশে সহায়তা করা হবে।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নির্বাচিত ৩১টি ছবি। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech