মাধবপুর ট্যুরিজম ক্লাবের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী কায়সার হামিদ এর জন্মদিন পালিত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

মাধবপুর ট্যুরিজম ক্লাবের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী কায়সার হামিদ এর জন্মদিন পালিত
ডায়াল সিলেট ডেস্ক :  হবিগঞ্জের সায়হাম ট্যাক্সটাইল মিলস্ লিমিটেডের সাবেক সহকারী ম্যানেজার, কম্পিউটার গার্ডেনের স্বত্বাধিকারী ও মাধবপুর ট্যুরিজম ক্লাবের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী সর্বজন সমাদৃত প্রিয়মুখ কায়সার হামিদ এর শুভ জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (১০ জুন) রাতে মাধবপুর ট্যুরিজম ক্লাবের ম্যানেজমেন্টের আয়োজনে কায়সার হামিদকে নিয়ে কেক কেটে আনন্দ উল্লাসে জন্মদিন উদযাপন করা হয়।
এমটিসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে কায়সার হামিদকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং মুক্ত আলোচনায় তারা বলেন, “মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলনের মাঝেই যেতে হবে বহুদূর”।
কায়সার হামিদ  সবার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করে বলেন, আমার এই জন্মদিন উপলক্ষে আপনাদের প্রতি অনুরোধ, যদি আপনার বাবা-মা বেঁচে থাকে তবে তাদের প্রতি খুব খেয়াল রাখুন। তাদের সকল আবদার চাওয়া পাওয়া পূর্ণ করার চেষ্টা করুন। কারণ একদিন উনারা আপনার পাশে না থাকলেও উনাদের দোয়া থাকবে আপনার পাশে।
0Shares