কমলগঞ্জে জবাবদিহিতা বিষয়ক সংলাপ

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

কমলগঞ্জে জবাবদিহিতা বিষয়ক সংলাপ

ডায়াল সিলেট ডেস্ক :মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়নে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন হয়েছে। সোমবার দুপুরে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে পিছিয়ে পড়া শব্দকর স¤প্রদায়ের শিশুদের নিয়ে সরকারি-বেসরকারি সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সাথে উপজেলা পরিষদ হলরুমে এই সংলাপ হয়।

স্থানীয় পর্যায়ে শিশুদের মতবিনিময় সংলাপে শিশুরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্যানিটেশন, বেকারত্বের এর কথা উপস্থাপন করেন। স্থানীয় সরকারি ব্যক্তিবর্গ শিশুদের অধিকার বাস্তবায়নে কাজ করবেন এবং যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে শিশুদের সাথে মত প্রকাশ করেন।

সরকারি বেসরকারি দায়িত্ব বাহকদের সাথে শিশু সংলাপ অধিবেশনে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডবিøউ.ডি.ও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ ও এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সিফাত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এছাড়াও অতিথি হিসাবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: এ কে এম রাশেদুল করিম।

আলোচনায় অংশ নেন প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নিরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির সভাপতি সুমী রানী কর, স্কুল শিক্ষার্থী সুবর্ণা রানী কর, বিউটি রানী কর, মিতালী রানী কর প্রমুখ।

0Shares