কুলাউড়ায় আইন শৃংখলা কমিটির সভা

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

কুলাউড়ায় আইন শৃংখলা কমিটির সভা

ডায়াল সিলেট ডেস্ক : কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুলাউড়ায় ইদানিং বাবসা-প্রতিষ্ঠানসহ বাসাবাড়ীতে চুরি বৃদ্ধি পাওয়া, আলোচিত বিষয় নিয়ে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া, উপজেলা হাসপাতালের ডাক্তারের পদ শুন্য পদ পুরন না হওয়া, পৌর শহর ও রবিরবাজারের যানজট, মাদক, পুলিশী টহল জোরদাকরণসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় অরবিন্দু ঘোষ বিন্দু বর্তমান সময়ে কুলাউড়াকে বিদ্যুতের লোডশেডিংমুক্তকরণে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। এম আতিকুর রহমান আখই কুলাউড়ায় চুরি বৃদ্ধিতে পুলিশের ভুমিকার সমালোচনা করেন ও মঙ্গলবার (১৩ জুন) শহরের মিলি প্লাজা মাকের্টের দোকান-পাট বন্ধ করে মার্কেটের সম্মুখে অবস্থান ধর্মঘটের কর্মসুচি পালন করা হবে বলে জানান।
সভায় আলোচনায় অংশ নেন কুলাউড়া হাসপাতালের ডাঃ ময়নুল ইসলাম, কুলাউড়া জিআরপি ওসি মোঃ এরশাদুল হক ভুইয়া, কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস, কমিটির সদস্য নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, এড. এটিএম মান্নান, গিয়াস উদ্দিন আহমদ ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ সোলায়মান আহমদ, পল্লী বিদ্যুতের এজিএম নাজমুল হক তারেক, বন বিভাগের আহমদ আলী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জিমিউর রহমান চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই প্রমুখ।

0Shares