বাজুস সিলেটের সভাপতি মাহবুব, সম্পাদক নির্মল কুমার

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৩

বাজুস সিলেটের সভাপতি মাহবুব, সম্পাদক নির্মল কুমার

ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার (২০২৩-২০২৫) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ১০ জুন কর্মকর্তার পদের নির্বাচন এবং ১১ জুন মো. মাহবুবুর রহমান সওদাগরকে সভাপতি নির্মল কুমার রায় সাধারণ সম্পাদক ও রতন দে-কে কোষাধ্যক্ষ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি, আলতা মিয়া, আব্দুল করিম মল্লিক, প্রবীর সিংহ, রাজীব ভৌমিক। সহ-সম্পাদক, ইয়াছিন আহমদ, হাজী মো. আয়তুল ইসলাম খাঁন, বরুণ কুমার বণিক, মো. সেলিম আহমদ, লক্ষণ ঘোষ।

 

কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ বণিক, গোবিন্দ রায়, কাজী মো. আক্তার হোসেন, প্রদীপ কর্মকার, হাজী বাবুল আহমদ, মো. আব্দুল হান্নান, মো. জালাল আহমদ। নবনির্বাচিত কমিটি আগামী ২০২৩-২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 

এর আগে গত ৬ জুন নগরীর একটি কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ১৯ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

 

৬ জুনের নির্বাচন থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর সদস্য (সিলেট বিভাগীয় সমন্বয়কারী) নীহার কুমার রায়, বাজুস সচিব খালেদ আকন্দ, এ জি এম (এডমিন) তানভীর আহমদ।

 

এছাড়া নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হাজী মো. সুনু মিয়া, সদস্য শেখ মো. আলমগীর হোসেন ও আবুল হাসান নজু। আপিল বোর্ডের চেয়ারম্যান খুরশেদ আলম, সদস্য মো. সোহেল আহমদ, অরুণ কুমার রায়।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ