প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল বয়কে রুমে আটকে রেখে মারধর ও জোরপূর্বক বলাৎকারের ঘটনায় একই হোটেলের ৫ কর্মচারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জুন) রাতে শহরের হবিগঞ্জ রোডস্থ পাঁচভাই হোটেল থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, হোটেলের এক কর্মচারির মোবাইল চুরির ঘটনায় রায়হান (১৭) নামের হোটেল বয়কে মারপিট ও বলাৎকারের ঘটনায় পাঁচভাই হোটেলের কর্মচারি আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ, সাজিদ মিয়া, মেহেদী হাসান মাসুম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে রুবেল আহমদ এর একটি মোবাইল চুরি হলে হোটেলের বয় রায়হানকে সন্দেহ করে রুবেল আহমদ। পরে রুবেল আহমদ তার ৪ সহকর্মীকে নিয়ে রায়হানকে স্টেশন রোড থেকে ধরে এনে হোটেলের স্টাফ রোমে আটকে রেখে মারধর করে। রাতে হোটেল কর্মচারি আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ ও সাজিদ মিয়া মিলে রায়হানকে জোরপূর্বক বলৎকার করে। এক পর্যায়ে রায়হান অসুস্থ হয়ে পড়লে ভোরবেলা তাকে স্টাফ রুম থেকে বের করে দেয় তারা। গুরুতর অসুস্থ রায়হান বাড়ি গিয়ে তার পরিবারে ঘটনা জানায়। গুরুতর অসুস্থ অবস্থায় রায়হানকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে তার অবস্থা অবনতি হওয়াতে চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।এ ঘটনায় রায়হানের ভাই শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করলে ঘটনার সাথে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এ ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করে আজ সোমবার (১৩ জুন) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech