জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া: ফখরুল

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৩

জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া: ফখরুল

ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। গতকাল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

বিদ্যুৎ খাতে দুর্নীতি, লোডশেডিং ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিএনপি।

 

পদযাত্রা পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, তানভীর আহমেদ রবিন, ইউনূস মৃধা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

 

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয়েছে পদযাত্রা। রাজধানীর গোপীবাগ থেকে শুরু হয়ে ধোলাইপাড় গিয়ে শেষ হবে এ পদযাত্রা।

 

0Shares