প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : বড়লেখায় আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলার প্রায় ৩০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান শৈলেশ চন্দ্র দেব নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী, সাংবাদিক আব্দুর রব, উপজেলা মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, উপজেলার ২৪৫টি কেন্দ্রে ৪৯০ জন স্বেচ্ছাসেবক জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবেন। এ দিন ৬ মাস হতে ১১ মাস বয়সি ৩ হাজার ৪২৪ জন শিশু ও ১২ মাস হতে ৫ বছর বয়সি ২৬ হাজার ৩০৫ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পরে একই অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনীর আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech