স্মার্ট দেশ গঠনে শিক্ষকদের আহবান জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার 

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

স্মার্ট দেশ গঠনে শিক্ষকদের আহবান জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার 
ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই লাল চক্রবর্তী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আশিক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান।
অভিভাবক কমিটির সহ-সভাপতি শাহ মোঃ রাজুল আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য খালেদ চৌধুরী, দ্বিপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন বালা, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস আর মসুদ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ সিতার আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল গফফার জনি, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি শিমুল আহমদ, সহকারি শিক্ষক মাছরুল আহমদ, পিটিআই কমিটির সদস্য হাবিবুর রহমান।
এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা চৌধুরী, সহকারী শিক্ষক সুবর্ণা তুজ ফেরদৌস, রুমা রানী সরকার, ঝুমা সুলতানা চৌধুরী, রেহনুমা সালাম কলি, প্রাপ্তি রানী ভৌমিকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গঁড়তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে শিক্ষার্থীদের স্মার্ট করে গঁড়ে তুলতে হবে।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ