মনজু বিজয় চৌধুরী॥ পর্যটন শহর শ্রীমঙ্গলে পর্যটনের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস মালিকদের সাথে এক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজনে শহরের হোটেল শ্রীমঙ্গল ইন- এর হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দাশের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা টি  হ্যাভেন    রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক আবু সুলতান মো. ইদ্রিস

এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার এসআই  রাকিবুল হাসান, পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এস কে দাশ সুমন, বালিশিরা রিসোর্ট এর চেয়ারম্যান, মো. শহিদুল হক, লেমন গার্ডেন রিসোর্টের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন।

এছাড়াও মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৩০ টি হোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *