বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ৭ জন গ্রেফতার

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩

বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ৭ জন গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক : গত ২৪ ঘন্টায় মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ ০১ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ০৫ জন,  ওয়ারেন্টভুক্ত ০১ জনসহ সর্বমোট ০৭ আসামি গ্রেফতার হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর দিক নির্দেশনায়,পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মশিউর রহমান এবং পুলিশ পরিদর্শক (অপাঃ) জনাব মোঃ আবুল কালাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত ০৩টি বিশেষ অভিযানিক দল গত ১৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখ মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় অভিযান  পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।

এসআই(নিঃ)/ রতন কুমার হালদার এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মাহবুবুল আলম,এএসআই (নিঃ)/ সেলিম মিয়া,এএসআই (নিঃ)/ জহুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সদের  সমন্বয়ে গঠিত অভিযানিক দল-১ মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থঋণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত  আসামি ১। সুমন আহমদ, পিতা -আব্দুর রব, সাং-  দরগা মহল্লা; সিআর ৪৮৬/২১ (সদর) মামলায় সাজাপ্রাপ্ত আসামি ২। রায়হান আহমদ পিতা-সাজ্জাদ মিয়া সাং-বলিয়ারবাগ; জিআর ২০৫/২১ (শ্রী) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত  পলাতক আসামি ৩। সুমন মিয়া, পিতা- তূর্য মিয়া,সাং বড়কাপন সর্ব থানা ও জেলা-মৌলভীবাজারদের কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ)/মাহবুবুল আলম এর নেতৃত্বে  এসআই (নিঃ)/নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/আব্দুল বাতেনসহ সঙ্গীয় ফোর্সদের  সমন্বয়ে গঠিত অভিযানিক দল-২ মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থঋণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি  ১। সোহেল আহমদ, পিতা- মৃত : দালিক মিয়া,পাহাড় বর্ষিজোড়া এবং ২। তৌফিক আহমেদ, পিতা-মৃত আব্দুল মান্নান,সং সূর্যপাশা এবং জিআর ২৭৪/১৮ (সদর) ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত  পলাতক আসামি  ১। রুহেল মিয়া, পিতা – সবুজ মিয়া  সাং -রনমিলি সর্ব থানা ও জেলা- মৌলভীবাজারদের  গ্রেফতার করেন।

    এসআই(নিঃ)/খায়রুল বাশার এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মোঃ মোদারিছ মিয়া, এএসআই(নিঃ)/সুখলাল দাসসহ সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে গঠিত অভিযানিক দল-৩ মৌলভীবাজার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এর ২য় তলার হাজত খানার সামনে হতে সদর থানার পাগুলিয়া গ্রামের কলিম উল্ল্যাহ এর ছেলে মোজাম্মিলকে ২০ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আজ গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ