জুড়ীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

জুড়ীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজার জেলার জুড়ীতে উপবৃত্তি প্রদানে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহিবুর রহমানের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন ) দুপুরে স্থানীয় গোয়ালবাড়ী বাজারে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা ইমদাদুল ইসলাম চৌধুরী মাসুম, বিদ্যালয়ের অভিভাবক যুবলীগ নেতা মো. আছলম উদ্দিন, অভিভাবক জালাল উদ্দিন, অভিভাবক সফিকুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য দুলাল আহমদ, এলাকাবাসীর পক্ষে ছায়াদুর রহমান, জমির উদ্দিন, নাসির আহমদ, মুহিব উদ্দিন, দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মন্নান, মো. আসুক উদ্দিন, মো. আনোয়ার আলী , বদরুল ইসলাম, রহিম উদ্দিন, আয়াজুল ইসলাম, ইছাদ আলী, সুহেল আহমদ, বাবুল মিয়া, হেলাল উদ্দিন, রুবেল আহমদ, মাহী উদ্দিন, রুয়েদুর রহমান, জায়েদ আহমেদ, বিল্লাল আহমেদ, আইয়ুব আলী, মঈনুল ইসলাম, হোসেন আহমেদ, আবুল হোসেন, শাকিল আহমেদ, সায়েম আহমেদ, ইমন আহমেদ, দুলাল আহমেদ, সুনাম আহমেদ, মুমিন আলী, ধনা মিয়া, রাজু আহমেদ, আব্দুর রহিম, বুলন মিয়া, জুবের আহমেদ, মিন্টু আহমেদ, আজল মিয়া, শাহাবুদ্দিন, সতুল মিয়া, তৌহিদ আহমেদ, নাহিদ আহমেদ প্রমুখ।

মানবন্ধনে বক্তরা বলেন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুহিবুর রহমান দুর্নীতির মাধ্যমে আমাদের এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দিয়ে হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অন্তর্ভুক্ত করেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের পাশাপাশি প্রধান শিক্ষক মোঃ মুহিবুর রহমানের অপসারণ দাবী জানান বক্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও উপবৃত্তির তালিকা পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এবারের তালিকায় নিয়মবহির্ভূতভাবে হাজী ইনজাদ  আলী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি হাকালুকি আশ্রয় কেন্দ্র  উচ্চ বিদ্যালয়ের ২৪ জন  শিক্ষার্থীর নাম  উবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  শিক্ষানুরাগী সদস্য সামছ উদ্দিন, কমিটির সদস্য মুদছির আলী ও তারেক আহমদ আজির বলেন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে হাকালুকি আশ্রয় কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তিতে অন্তর্ভুক্তির বিষয়ে আমরা কিছুই জানি না। প্রধান শিক্ষক একক ভাবে এ কাজ করেছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. মুহিবুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি সঠিক নয়। আমরা নিয়মতান্ত্রিক ভাবেই উপবৃত্তির তালিকা পাঠিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে  এ বিষয়ে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ