বড়লেখায় অতিবৃষ্টিতে বন্যার আশংকা, ভোগান্তি

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

বড়লেখায় অতিবৃষ্টিতে বন্যার আশংকা, ভোগান্তি

ডায়াল সিলেট ডেস্ক : বড়লেখায় গত চার দিনের অতিবৃষ্টিতে বন্যার আশংকা দেখা দিয়েছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় জনজীবনে নেমেছে ভোগান্তি। অপরিকল্পিত মাটি ভরাটের কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জানা গেছে, গত চার দিনের অতিবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাকালুকি হাওরে এখনও পানি বৃদ্ধি না পেলেও ভারী বৃষ্টিপাত হলে ও উজানের পাহাড়ি ঢলে হাওরপাড়ের ইউনিয়নগুলোর বন্যার আশংকা রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী বাসিন্দারা বিদ্যালয়ের চারপাশে অপরিকল্পিত মাটি ভরাটে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পানি ডিঙিয়ে স্কুলে যাতায়াত করছে। শনিবারের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ