শ্রীমঙ্গলে গ্রেফতারকৃত ৬ আসামিকে আদালতে প্রেরণ

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

শ্রীমঙ্গলে গ্রেফতারকৃত ৬ আসামিকে আদালতে প্রেরণ

ডায়াল সিলেট ডেস্ক :  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ ৬জনকর গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত সকল আসামীদের শনিবার (১৭ জুন) দুপুরে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক পৃথক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছয় মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। জিআর-১৫২/১৭ (শ্রী:) এর ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ পারভেজ মিয়া, পিতা-লেচু মিয়া, সাং-বিরাইমপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২। জিআর-২৩১/২০ (শ্রী) এর পরোয়ানাভুক্ত আসামী শিবনাথ রবিদাশ প্রকাশ শিনাথ, পিতা-রতন রবি দাশ, সাং-মির্জাপুর চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা, মৌলভীবাজার, ৩।সিআর-৫৮০/২২(শ্রী) এর পরোয়ানাভুক্ত আসামী খাতুন বিবি, পিতা-মৃত উসমান মিয়া, সাং-পশ্চিম সাতগাও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৪। শাহ আলম, পিতা-মৃত সৈয়দ উল্লা, সাং-পশ্চিম লইয়ারকুল,  থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৫। নাঃ শিঃ মামলা নং-১৭৩/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ তুতা মিয়া, পিতা-মৃত ইছাক মিয়া, সাং-দিলবরনগর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৬। শ্রীমঙ্গল থানার মামলা নং-১৩(০৬)২৩ এর আসামী রাসেল আহমদ ডন(৩০), পিতা-মৃত আবু সাঈদ মিয়া, গ্রাম-বিরাইমপুর, থানা- শ্রীমঙ্গল, জেলা–মৌলভীবাজার।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান গ্রেফতারকৃত সকল আসামীদের শনিবার (১৭ জুন) দুপুরে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ