সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন

ডায়াল সিলেট ডেস্ক :  সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে রোববার (১৮ জুন) বেলা ১২টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য লেখক, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান আলম, দৈনিক প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আব্দুশ শুক্কুর এবং দৈনিক বাংলা ৭১ এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আল আমিন।মানববন্ধনে বক্তারা বলেছেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক সহকর্মীকে।এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ