সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লায় ধারাইন নদীর স্রোতে ভেসে গেছেন দুই সন্তানসহ মা।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজসংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিক তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে সড়ক পথে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় ঢলের স্রোতে ভেসে যান দুই সন্তানসহ মা। নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।’