সিলেটে সুরমা-কুশিয়ারাসহ ৫ নদীর পানি বাড়ছে

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩

সিলেটে সুরমা-কুশিয়ারাসহ ৫ নদীর পানি বাড়ছে

ডায়াল সিলেট রিপোর্ট :: সিলেটের সুরমা, কুশিয়ারা, ধলাই, সারী ও লোভা এ পাঁচ নদ-নদীর পানি বাড়ছে। এরমধ্যে দেশের সবচেয়ে দীর্ঘতম নদী সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

সিলেট সদর পয়েন্টে এ নদীর পানি বাড়তে থাকলেও বিপৎসীমার নিচে আছে। বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে অন্য চার নদীর পানিও।

 

রোববার সন্ধ্যায় সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

 

সিলেটে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে রোববার সকাল ৬টায় ১২ দশমিক ৬২ সেন্টিমিটার ছিল। এ পয়েন্টে ১২ দশমিক ৭৫ সেন্টিমিটারের বেশি হলে বিপৎসীমার ওপর ধরা হয়। তবে বিকেল ৬টায় কানাইঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বেড়ে ১২ দশমিক ৮৬ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

পাউবো সূত্রে জানা গেছে, সুরমা নদীর সিলেট সদর পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সুরমা নদীর ওই পয়েন্টে পানি ৯ দশমিক ৯৮ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

 

কুশিয়ারা নদীর অমলসীদ, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর এই চারটি পয়েন্টেই ১২ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে। সকাল ৬টায় কুশিয়ারার অমলসীদ পয়েন্টে ১৪ দশমিক ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। বর্তমানে এ পয়েন্টে ১৪ দশমিক ৩৮ সেন্টিমিটারের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

একইভাবে সকাল ৬টায় এ নদীর শেওলা পয়েন্টে ১৪ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যা ৬টায় একই পয়েন্টে ১৪ দশমিক ৫৬ সেন্টিমিটারের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

সকাল ৬টায় কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির পরিমাণ রেকর্ড হয় ৮ দশমিক ০ সেন্টিমিটার। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে এখানে পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে ৮ দশমিক ২৩ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ নদীর পানি বিপৎসীমা হচ্ছে ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার।

 

একইভাবে সকাল ৬টায় এ নদীর শেরপুর পয়েন্টে ৬ দশমিক ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিলো। ১২ ঘণ্টার ব্যবধানে এখানে পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে ৭ দশমিক ০৯ সেন্টিমিটারের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

এছাড়া সন্ধ্যা ৬টায় লোভাছড়া নদীর পানি বেড়েছে ২০ সেন্টিমিটার। বর্তমানে ১৩ দশমিক ৩২ সেন্টিমিটার উপর দিয়ে লোভা নদীর পানি প্রবাহিত হচ্ছে। সন্ধ্যায় সারিঘাট নদীর সারী পয়েন্টে পানি বেড়ে ১১ দশমিক ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বেড়ে ৯ দশমিক ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের কানাইঘাটে ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সিলেট সদরে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জাগো নিউজকে বলেন, সিলেটে আরও কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

 

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জাগো নিউজকে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্যাপ্রবণ এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত আছে শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ