মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্স হলরুমে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আয়োজনে এ ফল উৎসবের উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, জুনিয়র কনসালটেন্টের মধ্যে রয়েছেন-সার্জারি বিভাগের আবু ইমরান, মেডিসিন বিভাগের ডা. আব্দুল্লাহ আল মারুফ, গাইনি বিভাগের ডা. ফারজানা হক পর্ণা, অর্থোপেডিক বিভাগের ডা. আব্দুল্লাহ আল মামুন এবং অ্যানেসথেসিয়া বিভাগের ডা. মো. আবু রায়হান, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান প্রমুখ। এছাড়াও ডাক্তার, নার্সসহ সহ অন্যান্যরা।
আঙিনায় এ সময় দেখা যায় আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, কাউ, কামরাঙাসহ নানা ফলের সমারোহ।
তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, ‘আমাদের দেশ প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমাণে অনন্য নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাথে। সবাই মিলে একসাথে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *