প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।
বিশেষ অতিথি ছিলেন- রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্ত্তী, উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে ছিলেন- রাজনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কামান্ডার সজল চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়েছ আহমদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নান্নু আহমদ প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech