শ্রীমঙ্গলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

শ্রীমঙ্গলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

 উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, কালাপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনারজি, সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, প্রকৌশলী শরীফুল ইসলাম, কৃষি অফিসার, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, শ্রীমঙ্গল থানার এস আই তীথংকরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ