হাকালুকি হাওরে দেড় লক্ষ মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩

হাকালুকি হাওরে দেড় লক্ষ মাছের পোনা অবমুক্ত

ডায়াল সিলেট ডেস্ক :এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় পোনা অবমুক্ত করা হয়েছে।মঙ্গলবার (২০ জুন) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায় হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ পোনা অবমুক্ত করা হয়।হাকালুকি হাওরের জুড়ী অংশে পোনা অবমুক্তকরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ২০২২-২০২৩ অর্থবছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায়  হাকালুকি হাওরে রুই, কাতলা, মৃগেল মাছের দেড় লক্ষ  পোনা অবমুক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ করছি।উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, মৎস্য অধিদপ্তর ও উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে হাকালুকি হাওরে পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তকরণের মাধ্যমে হাকালুকি হাওরে মৎস্য উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পাবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ